ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ছোট পর্দায় ‘ইনডেমনিটি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:২২, ২৬ সেপ্টেম্বর ২০২০
ছোট পর্দায় ‘ইনডেমনিটি’

‘ইনডেমনিটি’ নাটকের দৃশ্য

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে স্বপরিবারে তাকে হত্যা করা হয়। হত্যাকারীদের বাঁচাতে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা হয়েছিল কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। এই কালো আইনের মাধ্যমে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে চেয়েছিল।

কুখ্যাত ইনডেমনিটির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরুপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নির্মাণ করেছে মঞ্চ নাটক ‘ইনডেমনিটি’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, চিত্রনায়ক রিয়াজ, সাঈদ বাবু প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সেই কালো দিবস উপলক্ষে সাতটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি। বিকাল ৫টায় আরটিভিতে, বিকাল ৫টা ২০ মিনিটে দীপ্ত টিভিতে, রাত ৯টায় বাংলা টিভিতে প্রচার হবে। এছাড়াও বিটিভি, ইটিভি, নাগরিক টিভি, এশিয়ান টিভিতে প্রচার হবে এ নাটক।

ইতিহাসের কালো অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছে ওয়ান বাংলা। এই সংগঠনের প্রস্তাবনায় গত বছর নাটকটি রচনা করেন মান্নান হীরা। গত বছরের ২৬ সেপ্টেম্বর মঞ্চস্থও হয়েছিল নাটকটি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তরুণদের কাছে কালো অধ্যাদেশ তুলে ধরতে সারাদেশে মঞ্চস্থ হবে নাটকটি। মান্নান হীরা রাইজিংবিডিকে বলেন—করোনা সংকটের কারণে নাটকটি মঞ্চে প্রদর্শন করা যাচ্ছে না। এজন্য এই কালো দিবসে মঞ্চ নাটকটি টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। করোনা সংকট কেটে গেলে সারাদেশে ধারাবাহিকভাবে নাটকটি মঞ্চস্থ করবো। জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়