RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ৩১ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪২

মাহবুবুল এ খালিদের পূজার গানে কণ্ঠ দিলেন দিনাত জাহান মুন্নী

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২০
মাহবুবুল এ খালিদের পূজার গানে কণ্ঠ দিলেন দিনাত জাহান মুন্নী

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। এই সংগীত ব্যক্তিত্বের প্রায় চারশ গান প্রকাশ পেয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সব ধরনের শ্রোতার জন্যই গান রচনা করেন। বিভিন্ন সময় ধর্মীয় এবং বিভিন্ন দিবস উপলক্ষেও সংগীত রচনা করে শ্রোতাপ্রিয় হয়েছেন এই সংগীতপ্রেমী।

এবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে ‘মা দুর্গা’ শিরোনামে গান রচনা করেছেন মাহবুবুল এ খালিদ। গানটি সুর করেছেন প্রয়াত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

‘বহুরূপী জননী গো/ তোমার হাত দশ দশটা, মা দুর্গা/ দুর্গা দুর্গা মা দুর্গা/ দুর্গতি নাশিনী দেবী দুর্গা/ গজে চড়ে এলে গো মা/ গেলে পালকিতে চড়ে/ বছর বছর আসো গো মা/ এ মাটির ভুবন তরে/ আবার তুমি যাও গো মা/ যাও গো সেই কৈলাসে ফিরে/ দুর্গা দুর্গা মা দুর্গা/ দুর্গতি নাশিনী দেবী দুর্গা’— এমন কথামালায় সাজানো হয়েছে গানটি।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন মামুন মাহাদি। চিত্রগ্রহণে ছিলেন পারভেজ। আগামী দুর্গাপূজায় গানটি খালিদ সংগীত ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়