ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২৪, ১ অক্টোবর ২০২০
ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত

আগামী ১৫ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন নীতিমালা প্রদান করা হয়েছে।

তথ্য ও প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ চালু করা যাবে। এক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (এসওপি) দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে।

করোনাভাইরাসের কারণে গত মার্চে ভারতে লকডাউন শুরুর পর থেকে প্রেক্ষাগৃহ বন্ধ রাখা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।

গত এপ্রিলে সিনেমা হল চালু করার ব্যাপারে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন প্রযোজক, পরিবেশক ও হল মালিকরা। এই সময় লকডাউনের পর সামাজিক দূরত্ব মেনে সিটগুলোর মাঝে ফাঁকা রেখে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার ও স্টাফদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরে প্রেক্ষাগৃহ চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বলিউড সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এছাড়া কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়