ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তানভীর তারেকের ‘রাতাড্ডায়’ খালেদ মুহিউদ্দীন

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:৫৯, ৪ অক্টোবর ২০২০
তানভীর তারেকের ‘রাতাড্ডায়’ খালেদ মুহিউদ্দীন

গণমাধ্যমব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন। এখন জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উপস্থাপনা ও কথার ফুলঝুড়িতে অনেকেই মুগ্ধ হয়েছেন। এবার তানভীর তারেকের ‘রাতাড্ডা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন।

তানভীর তারেক বলেন, ‘আমরা যারা গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থাপনার টুকটাক চর্চা করি তাদের কাছে খালেদ মুহিউদ্দীন একজন আইকনের নাম। তার ভাবনা, বাচনভঙ্গি, উপস্থাপনার ঢং আমরা ফলো করি প্রতিনিয়ত। অনেকদিন ধরেই প্রিয় এই মানুষটিকে নিয়ে আড্ডার প্ল্যান করছি। কিন্তু তার ভীষণ ব্যস্ততার কারণে সময় সুযোগ একসঙ্গে হয়ে উঠছিল না। অবশেষে তার শিডিউল পাওয়া গেল। রাতাড্ডায় তার এই বিস্তৃত গণমাধ্যম নিয়ে ভাবনা, দিকনির্দেশনা বা আগামীর প্রত্যাশা কিংবা আশংকার গল্প শুনব। এছাড়া তার ব্যক্তিজীবনের কিছু গল্প শুনব।’

প্রতি সোমবার জাগো এফএম ৯৪.৪-এ তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হয় ‘রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি। করোনা সংকটের কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এর দ্বিতীয় সিজন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়