ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পতিতালয় আছে, তারপরও কেন

প্রকাশিত: ১৮:১৭, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৩৮, ৫ অক্টোবর ২০২০
পতিতালয় আছে, তারপরও কেন

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সোচ্চার হয়েছেন। শিল্প-সাহিত্য-সংগীত ভুবনের তারকারাও ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছেন নিজস্ব ভাষায়। সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী এ প্রসঙ্গে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। 

মুন্নী লিখেছেন, ‘কয়েকদিন ধরে কাজ করছি আর বুঝতে পারছি- আপনি, আমি আমরা  নপুংসক। মেয়েকে ধর্ষণ করেছে বাবা, ৭০ বছরের বৃদ্ধও ধর্ষণ করছে, মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, ...বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষিতা হচ্ছে, স্বামীর সঙ্গে নিরাপদ ভেবে বেড়াতে যাওয়া বধূটিও হচ্ছে ধর্ষণের শিকার।’

মুন্নী প্রশ্ন তুলেছেন- ‘কোনটা কম ভয়াবহ বা বিভৎস বা কম আতঙ্কের?’ নোয়াখালীর ঘটনায় সবাই জেগেছে উল্লেখ করে মুন্নী লিখেছেন, ‘এই দেশের মানুষ চোখে না দেখলে সে জিনিস ঠিক গায় মাখে না। আজ খবর করেছি মানসিক প্রতিবন্ধী নারী যাকে এলাকার মানুষ পাগলী ডাকে সে শিশুর জন্ম দিয়েছে! কেমন করে সম্ভব? এই দেশে পতিতালয় আছে... খুব সস্তায় নারীও পাওয়া যায়... তারপরও কেনো?’

‘কেউ কি পারবেন এদের কাউকে এমন উলঙ্গ করে পুরো দেশে ঘুরাতে?’ মুন্নী ফেসবুকে তার বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘মৃত্যুদণ্ড চাইছি না। তাদের বোঝান অন্তত অসম্মান কেমন লাগে... না হলে প্রতিদিন এমন হবে, হতেই থাকবে। প্রতিটি রেইপ আপনার দিকে আঙুল তুলে দেখাবে আপনি নপুংসক।’

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়