RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৩ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

প্রাডো গাড়ি নিয়ে হিরো আলমের শোডাউন!

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৩৭, ১৭ অক্টোবর ২০২০

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর সিনেমা হলগুলোর সামনে একটি প্রাডো গাড়ি ঘিরে শত শত মানুষের কৌতূহল লক্ষ্য করা গেছে। ছাদ খোলা গাড়ি থেকে নায়ক হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন, ভক্তদের কেউ সেলফি তুলছেন, কেউ করমর্দন করছেন, কেউ আরেকটু ভালোভাবে দেখার জন্য ভিড় ঠেলে এগিয়ে আসছেন- এমন অনেক দৃশ্য দেখা গেছে গাড়ির চারপাশে। সেই গাড়িতে ছিলেন এই সময়ের আলোচিত-সমালোচিত নায়ক হিরো আলম।

হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ সিনেমা মুক্তির মাধ্যমে দীর্ঘ সাত মাস পর দেশের অধিকাংশ সিনেমা হল গতকাল খুলেছে। এ দিন ভক্তদের সঙ্গে দেখা করতেই হিরো আলম বিশাল প্রাডো নিয়ে বেরিয়েছিলেন। রাজধানীর ‘চিত্রামহল’, জিঞ্জিরার ‘নিউ গুলশান’ হল, ফার্মগেটের ‘আনন্দ’সহ নারায়ণগঞ্জের কয়েকটি সিনেমা হলে ঘুরে বেড়িয়েছেন তিনি।

এ আর মুকুল নেতৃবাদি পরিচালিত ‘সাহসী হিরো আলম’ দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান।

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়