RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৩ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ৯ ১৪২৭ ||  ০৬ রবিউস সানি ১৪৪২

পূজার সাজে নিরব, সঙ্গে মৌ-ননী

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২১ অক্টোবর ২০২০  
পূজার সাজে নিরব, সঙ্গে মৌ-ননী

কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের আগেই পূজার সাজে সেজেছেন জনপ্রিয় মডেল-চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা মৌমিতা মৌ ও মডেল ননী। তারই একটি ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

ছবিতে দেখা যায়—মৌমিতার হাতে ঘন্টা, নিরবের হাতে ধূপকাঠি আর ননীর হাতের থালায় সাজানো রয়েছে বাহারি ফুল। এ বিষয়ে মৌমিতা মৌ জানান, ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য তারা পূজার সাজে সেজেছেন।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার এ ফটোশুটে অংশ নেন নিরব, মৌমিতা মৌ ও ননী। বিশেষ এ শুটের আয়োজন করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভাসাবী।

গৌতম সাহা বলেন—‘গতকাল ভাসাবীর ফটোশুট করি। তাদের পূজার কালেকশন নিয়ে এই শুট করা হয়েছে।’ এদিকে নিরব বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি ভাসাবীর মডেল। এবার পূজার কালেকশনের শুট করলাম। শুটটি ভালো হয়েছে।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়