RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

হিমালয়ে ৩০ দিন কাটাবেন নাগার্জুনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:২৬, ২২ অক্টোবর ২০২০
হিমালয়ে ৩০ দিন কাটাবেন নাগার্জুনা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘ওয়াইল্ড ডগ’।

হিমালয় ভ্রমণের জন্য ভারতের হিমাচল প্রদেশের মানালি জনপ্রিয় একটি স্থান। সেই মানালিতে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হয়েছে। সেখানে টানা ৩০ দিন দৃশ্যধারণের কাজ হবে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিতে হিমালয়ে গিয়েছেন নাগার্জুনা। ভারতীয় সংবাদমাধ্যম সিনেমাএক্সপ্রেস ডটকম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন—সিনেমাটিতে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন অফিসার চরিত্রে অভিনয় করছেন নাগার্জুনা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করছেন আশিশোর সোলোমন। তেলেগু ভাষার এ সিনেমায় নাগার্জুনার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দিয়া মির্জা। এছাড়াও অভিনয় করছেন—সায়ামি খের, অতুল কুলকার্নি প্রমুখ।

ভারতের হায়দরাবাদের গোয়াতে সিনেমাটির ২০ দিনের শুটিং হয়েছে। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। এরপর থাইল্যান্ডে শুটিং করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু করোনা সংকট শুরু হওয়ার কারণে সব থমকে যায়। গত সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং পুনরায় শুরু হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়