ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই সোহাগের ‘লাল শাড়ি-২’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৪৬, ২২ অক্টোবর ২০২০

‘লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়/ আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়’—বিরহ ঘরানার গানটি শোনেননি এমন শ্রোতা কমই রয়েছেন। তুমুল জনপ্রিয় গানটি ২০০৫ সালে প্রকাশিত কণ্ঠশিল্পী সোহাগের ‘রক্ত আলতা পায়’ শিরোনামের একক অ্যালবামের।

এবার ‘লাল শাড়ি-২’ প্রকাশ করলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।  এক যুগেরও বেশি সময় পরে লাল শাড়ি গানের পার্ট ২ মুক্তি দেওয়া হলো।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্লু ড্রিমের অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে  গানটির আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন—অভিনেতা তানভীর তনুসহ ব্লু ড্রিমের কর্মকর্তা কর্মচারী। ব্লু ড্রিম গ্রুপের ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো গান মুক্তি দেওয়া হলো।

‘লাল শাড়ি ২’ গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন শিল্পী সোহাগ নিজেই। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শামীম এবং তিশা।

ব্লু ড্রিমের ব্যবস্থাপনা পরিচালক বলেন—গানটির ভিডিও ধারণসহ সব কিছুতেই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। ব্লু ড্রিম একটি পোশাক কোম্পানি হলেও এখন থেকে ভালো শিল্পীদের নিয়ে কাজ করবে

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়