RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

জন্মদিনে নতুন সিনেমার ঝলক দেখালেন প্রভাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৩ অক্টোবর ২০২০  

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। ২৩ অক্টোবর জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন। বিশেষ দিনটিতে ভক্তদের তার নতুন সিনেমার ঝলক দেখালেন তিনি।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। শুক্রবার তার জন্মদিন উপলক্ষে এই সিনেমার মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করে প্রভাস লিখেছেন, ‘আমাদের রোমান্টিক জার্নিতে আপনাদের স্বাগতম।’

মোশন পোস্টার প্রকাশের পর এটি বেশ সাড়া ফেলেছে। জন্মদিনের পাশাপাশি তার নতুন সিনেমার জন্য প্রভাসকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার গল্প। গত মার্চে ভারতে লকডাউন শুরুর আগে জর্জিয়ার এর শুটিং করে সিনেমার টিম। এরপর করোনা মহামারির কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। সম্প্রতি আবারো শুটিং শুরু হয়েছে। ইতালিতে সিনেমাটির শুটিং শেষ করবেন নির্মাতারা।

রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়