ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রণবীরের সিনেমা মুক্তি ফের পেছালো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৬, ৫ নভেম্বর ২০২০
রণবীরের সিনেমা মুক্তি ফের পেছালো

রণবীর সিং অভিনীত সিনেমা ‘৮৩’। চলতি বছর ক্রিসমাস উপলক্ষে এটি মুক্তির কথা থাকলেও তা হচ্ছে না বলে জানা গেছে।

প্রাথমিকভাবে গত ১০ এপ্রিল সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেন নির্মাতারা। কিন্তু করোনা মহামারির কারণে এটির মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এরপর পিছিয়ে ডিসেম্বরে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ হয়। কিন্তু এবার এই তারিখও পেছানো হচ্ছে।

‘৮৩’ সিনেমা মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও শিবাশিষ সরকার বলেন, ‘ক্রিসমাসে সিনেমাটি মুক্তির সম্ভাবনা নেই কারণ এক মাসে আমরা এটির প্রচার শেষ করতে পারব না। এছাড়া বাইরের দেশেও এর প্রচার জরুরি। করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভের কারণে এটির প্রচার আবারো বন্ধ রাখা হয়েছে।’ জানুয়ারি অথবা মার্চে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানান তিনি।

১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে ‘৮৩’ সিনেমার গল্প। এতে সেই সময় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। এতে কপিল দেবের স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— তাহির রাজ বাসিন, অমৃতা পুরি, সাকিব সেলিম প্রমুখ।

এদিকে ‘৮৩’ ছাড়াও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে এটির মুক্তি পেছানো হয়। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটিও একই সময়ে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়