ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দীঘির নায়ক বদলের হিড়িক

প্রকাশিত: ১৬:৫৪, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:৩৭, ৮ নভেম্বর ২০২০
দীঘির নায়ক বদলের হিড়িক

‘বাবা, বাবা, শোনো আমাদের ময়না পাখিটা আছে না’- গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই সংলাপটির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দীঘি। এরপর অভিনয় করেছেন অনেকগুলো সিনেমায়। সম্প্রতি নায়িকা হিসেবে একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। চুক্তিবদ্ধ হয়েছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায়।

গত ১৭ অক্টোবর উল্লিখিত সিনেমায় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী চুক্তিবদ্ধ হন। কিন্তু দু’দিন না পেরুতেই বাপ্পির পরিবর্তে নায়ক সাইমন সাদিককে নেওয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমগুলো সরগরম হয়ে ওঠে। এর এক সপ্তাহ পর শোনা যায় আবারও দীঘির নায়ক বদলেছে। এবার সাইমনের পরিবর্তে নেওয়া হয়েছে আসিফ ইমরোজকে।

দেলোয়ার জাহান ঝন্টুর এভাবে পরপর দুজন নায়ক বদল করা নিয়ে চলচ্চিত্র পাড়ায় চায়ের আড্ডায় চলছে নানা আলোচনা। এদিকে বাপ্পি-সাইমন সরে দাঁড়ানোর ফলে প্রযোজকের ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে প্রযোজক সিমি বলেন, ‘ওরা চলে গেছে, ওদের ব্যাড লাক! যে আসবে তারই গুড লাক।’

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়