ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জালিয়াতির অভিযোগ-নোটিশ, অতঃপর শুটিং

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১১ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:৫২, ১২ নভেম্বর ২০২০
জালিয়াতির অভিযোগ-নোটিশ, অতঃপর শুটিং

চলতি বছরে সরকারি অনুদান পাওয়া ‘হৃদিতা’ সিনেমা নিয়ে শুরুতেই জালিয়াতির অভিযোগ তোলেন জাদুরকাঠি মিডিয়ার কর্ণধার চিত্রপ্রযোজক মো. মিজানুর রহমান। এখানেই শেষ নয়, আইনি নোটিশও পাঠান এই প্রযোজক। এমন অভিযোগ মাথায় নিয়ে এবার সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক আরিফ জাহান। এটি প্রযোজনা করছেন এমএন ইস্পাহানি। ‘হৃদিতা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন এবিএম সুমন ও পূজা চেরি।

মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণের কাজ শুরু হয়। এদিন ছোট পরিসরে মহরত অনুষ্ঠিত হয়। এ সময় ‘হৃদিতা’ উপন্যাসের লেখক আনিসুল হক বলেন, ‘‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ নিয়ে একটা বিতর্ক আছে। এটা পরিষ্কার করা দরকার। আমি এখন পর্যন্ত এই ‘হৃদিতা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি দিয়েছি ইস্পাহানি ও আরিফকে। আমি উনাদেরকে চিনি। এছাড়া অন্য কাউকে চিনি না। এটা নিয়ে অন্যরা সিনেমা নির্মাণ করতে চাইলে আমার অনুমতি নিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে ইস্পাহানি ও আরিফের অভিযোগ থাকবে না। তবে এখন পর্যন্ত আমার কাছে অনুমতি নিতে কেউ আসেননি, আসলে আমি দেব। এটা নিয়ে টেলিভিশন নাটকও নির্মিত হয়েছে।’’

প্রযোজক এমএন ইস্পাহানি রাইজিংবিডিকে বলেন, ‘‘গতকাল থেকে সিনেমাটির শুটিং শুরু করেছি। এর আগে স্বল্প পরিসরে প্রযোজক সমিতিতে এর মহরত হয়। এতে ‘হৃদিতা’ উপন্যাসের লেখক আনিসুল হক উপস্থিত ছিলেন। তিনি সিনেমাটি নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে পরিষ্কার করেন। আমাদের দিক থেকে কোনো জটিলতা দেখছি না।’

২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণের লিখিত অনুমতি নেন বলে দাবি করেছেন—প্রযোজক মিজানুর রহমান।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়