ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রামাণ্যচিত্রে রাজনীতিক আনোয়ার হোসেন মঞ্জু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:২৮, ২০ নভেম্বর ২০২০

রাজনীতিক ও সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘আয়রন ম্যান’। বৈষ্টমীর প্রযোজনায় এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্রটির ট্রেইলার। আগামী ২৮ নভেম্বর এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি।

আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলচ্চিত্রটিতে আওয়ামী লীগ, ইত্তেফাক, মানিক মিয়া, মহান মুক্তিযুদ্ধ ও একজন আনোয়ার হোসেন মঞ্জুর জীবনকর্ম তুলে ধরা হয়েছে। এটির নির্মাণ সহযোগিতায় রয়েছে রাজনৈতিক গবেষণা সংস্থা কে এইচ এন রিসার্চ টিম।

নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন—আনোয়ার হোসেন মঞ্জুকে নতুন প্রজন্মের জন্য আদর্শ হিসেবে দেখানোর চেষ্টা করেছি। কারণ শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি একজন প্রজ্ঞাবান মন্ত্রীও, যিনি আমলাদের সঠিকভাবে পরিচালনা করতে জানেন। একজন ত্যাগী নেতা হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসের ইতিবাচক ধারার প্রতিনিধি হিসেবে তাঁকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কারণ সত্য বলতে হবে, ইতিহাসকে তুলে ধরতে হবে। দল ছাপিয়ে দেশের স্বার্থ বড় করে দেখার অনন্য দৃষ্টান্ত হিসেবে তাঁকে ইতিহাসে জায়গা না করে দেওয়াটাও সাংস্কৃতিক অপরাধ বলে বিবেচনা করার সুযোগ সৃষ্টি হয়।

প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘আয়রন ম্যান’। এটি নির্মাণ করা হয়েছে ঢাকা, পিরোজপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে। এতে রাজনৈতিক, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক প্রতিনিধিরা মন্তব্য রেখেছেন। আনোয়ার হোসেন মঞ্জুর বর্ণনায় উঠে এসেছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, মানিক মিয়া, নতুন প্রজন্ম ও আত্মজৈবনিক নানা বয়ান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়