RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৩ ১৪২৭ ||  ০২ জমাদিউস সানি ১৪৪২

হঠাৎ দেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৮, ২৭ নভেম্বর ২০২০
হঠাৎ দেখা

বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সঞ্জয় দত্ত ও কঙ্গনা রাণৌত। ‘উংলি’, ‘ডাবল ধামাল’, ‘রাস্কেলস’, ‘নক আউট’, ‘নো প্রবলেম’ প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে থাকার পর আবারো শুরু হয়েছে তাদের শুটিংয়ের ব্যস্ততা। দু’জনই এখন হায়দরাবাদে। সেখানে গিয়ে হঠাৎ দেখা হলো তাদের। একই হোটেলে অবস্থান করছেন তারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সঞ্জয়ের সঙ্গে ছবি পোস্ট করে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘যখন জানতে পারলাম আমরা হায়দরাবাদে একই হোটেলে অবস্থান করছি, আমি সকালে সাঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার তিনি আগের চেয়ে সুদর্শন ও স্বাস্থ্যবান হয়েছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

কিছুদিন আগে সঞ্জয়ের ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য বিরতিতেও ছিলেন তিনি। তবে ফের শুটিংয়ের জন্য প্রস্তুত সঞ্জয়। খুব গিগগির ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং শুরু করবেন এই অভিনেতা। এজন্যই বর্তমানে হায়দরাবাদে অবস্থান করছেন তিনি।

অন্যদিকে, ‘থালাইভি’ সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। ‘তেজাস’ ও ‘ধাকড়’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়