RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৩ ১৪২৭ ||  ০২ জমাদিউস সানি ১৪৪২

বুমেরাং-এ সমালোচিত অর্ষার ‘সাহস’

প্রকাশিত: ১৭:০৩, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:০৪, ৩০ নভেম্বর ২০২০
বুমেরাং-এ সমালোচিত অর্ষার ‘সাহস’

জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ছোট পর্দার নাটক-টেলিফিল্মে তাকে নিয়মিত দেখা যায়। সম্প্রতি ‘বুমেরাং’ নামে ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ আলোচনায় আসেন তিনি।

এ ওয়েব সিরিজে তার সংলাপ আর পোশাকআশাক ছিল বেশ সাহসী। আর অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীর সাবলীল উপস্থিতির কারণে দর্শক তাকে কাঠগড়ায় দাঁড় করান। এবার ‘সাহস’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন অর্ষা।

গত ২২ নভেম্বর থেকে বাগেরহাটে দৃশ্যধারণের কাজ চলছে। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অর্ষা। তার সঙ্গে রয়েছেন অভিনেতা কাজী ইমরান নূর। সাজ্জাদ খান পরিচালিত এই সিনেমায় থিয়েটার রেপার্টরি বাগেরহাটের একদল শিল্পী অভিনয় করছেন। অডিশনের মাধ্যমে প্রায় ৫০ জন তরুণ শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করছেন।

লাক্স তারকা অর্ষা অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ক্রস অ্যাকশন’, ‘চাঁদ-ফুল-অমাবস্যা’, ‘স্বপ্ন সহচারী’, ‘দ্বন্দ্ব’, ‘আমার কথাটি ফুরালো না’, ‘ফিরে ফিরে আসা’, ‘স্বদেশ’, ‘সাতকাহন’, ‘প্রিয়া’ প্রভৃতি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়