RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

লাশের সামনে নীরবে দাঁড়িয়ে কেন আঁচল-রোশান?

প্রকাশিত: ১৬:২১, ১ ডিসেম্বর ২০২০  
লাশের সামনে নীরবে দাঁড়িয়ে কেন আঁচল-রোশান?

মরদেহটি কাফনে মোড়ানো। তার পাশে রাখা আছে আগরবাতি। চারপাশ ঘিরে আছে কিছু মানুষ। নেই কোনো আর্তনাদ। আর লাশের সামনে নীরবে দাঁড়িয়ে আছেন আঁচল-রোশান। দৃশ্যটি বাস্তব জীবনের নয়, ‘কর্পোরেট’ নামে ওয়েব ফিল্মে এমনটা দেখা যাবে। এটি পরিচালনা করছেন ফরিদুল হাসান।

গত ৩০ ডিসেম্বর থেকে রাজধানীর মিরপুরের বস্তিতে শুটিং শুরু করেছেন পরিচালক। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব চলচ্চিত্রটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ। গানের কথা লিখেছেন এস এ হক অলিক ও ফেরারী ফরহাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিশোর, পূজা ও দোলা।

আঁচল রাইজিংবিডিকে বলেন, ‘কর্পোরেট’ ভালো একটি গল্পের সিনেমা। এমন গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ায় আরটিভি ও নির্মাতা ফরিদুল হাসান ভাইকে ধন্যবাদ। আশা করছি, সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।

সম্প্রতি ‘আয়না, ‘চিৎকার’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন আঁচল। তার হাতে রয়েছে ‘যমজ ভূতের গল্প’ নামের সিনেমা। রোশানও একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়