ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এই অবেলায়’ গানের জন্য পুরস্কার পেলেন শফিক

প্রকাশিত: ১৫:৩২, ১৪ ডিসেম্বর ২০২০  
‘এই অবেলায়’ গানের জন্য পুরস্কার পেলেন শফিক

শফিক ইসলাম। ২০১১ সালে গানের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০১২ সালে ব্যান্ড ওয়ারফেজের ‘সত্য’ অ্যালবামের মধ্য দিয়ে তার যাত্রা শুরু।

এ পর্যন্ত ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীনের মতো বড় ব্যান্ডের সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান।

কাজের স্বীকৃতিস্বরূপ এবার সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পেলেন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’। এতে সেরা ব্যান্ড নির্বাচিত হয়েছে শিরোনামহীন। এই ব্যান্ডের ‘এই অবেলায়’ গানটির জন্য সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন শফিক ইসলাম।

গত ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি শফিক ইসলাম বেশ কিছু নতুন ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত নিয়েও কাজ করেছেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়