ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারখানায় কাজ করেছেন গায়ক দিলজিৎ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:৩৭, ২২ ডিসেম্বর ২০২০
কারখানায় কাজ করেছেন গায়ক দিলজিৎ

ভারতীয় গায়ক-অভিনেতা দিলজিৎ দুসাঞ্জ। ক্যারিয়ারের শুরুতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। এমনকি কারখানাতে কাজও করেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে দিলজিৎ বলেন, ‘আমাকে সবসময়ই বলা হতো— গডফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া কঠিন। কিন্তু আমার বিশ্বাস ছিল, যদি লাগাতার চেষ্টা করে যাই, তাহলে ঠিকই সফল হব। এতে হয়তো সময় লাগবে, কিন্তু আমার কঠোর পরিশ্রমের পুরস্কার পাব।’

‘উড়তা পাঞ্জাব’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘একটা সময় ছিল যখন সংগীত চর্চা ছাড়া কিছুই করতাম না। আয়ের বিকল্প মাধ্যমে হিসেবে কারখানায় কাজ করতাম।’

গান গেয়ে কীভাবে আয় করতে হয় সেটিও জানতেন না এই গায়ক। তিনি বলেন, ‘আমার প্রথম অ্যালবাম প্রকাশের পরও জানতাম না কীভাবে আয় করতে হয়। সেই সময় এক ব্যক্তি আমার কাছে এসে একটি শো করতে বলেন। বিনিময়ে আড়াই হাজার রুপি দেন। এরপর পদ্ধতিটা বুঝতে পারি।’

দিলজিৎ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুরজ পে মঙ্গল ভারি’। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহ চালু হলে এটি মুক্তি পায়। দিলজিৎ বলেন, ‘আমরা দর্শকদের ধন্যবাদ দিতে চাই কারণ এই সময়ে তারা ঘর থেকে বের হয়ে প্রেক্ষাগৃহে এসে আমাদের সিনেমা দেখেছেন। মানুষ প্রেক্ষাগৃহে আসছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তারা আমাদের সিনেমার প্রশংসা করছেন এটা বাড়তি পাওয়া।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়