ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুবর্ণার স্মৃতির পাতায় ফরীদি-কাদের

প্রকাশিত: ১৪:৩২, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০
সুবর্ণার স্মৃতির পাতায় ফরীদি-কাদের

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে আব্দুল কাদেরের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তাফা।

নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের। আর মুনা চরিত্র অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। বদির প্রয়াণে বিষণ্ন মুনা স্মৃতিচারণ করে লিখেছেন, “১৯৮৬, ফরীদি এবং আমি ভারতে যাচ্ছিলাম। ফ্লাইট ছিল পরের দিন। আমাদের দরজায় কেউ একজন কড়া নাড়লেন, ইনস্ট্যান্ট ক্যামেরা হাতে কাদের ভাই দাঁড়িয়ে। তিনি সেটি আমাদের দিয়ে বললেন, ‘ইন্ডিয়া যাবা, সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা’  এমনই ছিলেন কাদের ভাই। আমাদের তখন কোনো ক্যামেরা ছিল না… সেটা কাদের ভাই কীভাবে জানলেন সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই এখন পর্যন্ত…এটি আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। শান্তিতে থাকুন কাদের ভাই। আমরা আপনাকে ভালোবাসি।”

নন্দিত অভিনেতা আব্দুল কাদের ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এয়ারপোর্ট থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ সময়ই হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়