ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রযোজক দম্পতির দ্বন্দ্ব, সিনেমা ছাড়লেন সংগীত পরিচালক

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:১২, ২৮ ডিসেম্বর ২০২০
প্রযোজক দম্পতির দ্বন্দ্ব, সিনেমা ছাড়লেন সংগীত পরিচালক

চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপস্থাপিকা তাহেরা ফেরদৌস জেনিফারের দ্বন্দ্ব শোবিজ অঙ্গনে এখন আলোচিত ঘটনা। সম্প্রতি পাল্টাপাল্টি জিডি করেছেন প্রাক্তন এই দম্পতি। এরপরেই হঠাৎ জেনিফার প্রযোজিত ‘আশীর্বাদ’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সংগীত পরিচালক ইমন সাহা।

ইমন সাহা গতকাল (২৭ ডিসেম্বর) ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘কয়েকদিন ধরে আমি সামাজিক মাধ্যমে লক্ষ্য করছি– কিছু অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে একটি অপ্রীতিকর সংবাদে আমার নাম সংযুক্ত করা হচ্ছে। সংবাদ অনুযায়ী চলচ্চিত্র প্রযোজক এমডি ইকবালের অভিযোগ- আমি তার সাবেক স্ত্রী জেনিফার ফেরদৌসের কথা অনুযায়ী জনাব ইকবালের কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছি। আমি বলবো, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

ইমন সাহা প্রযোজক ইকবালের স্ত্রী জেনিফার ফেরদৌসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আরো লিখেছেন: ‘গত চার বছর আমি পরিবারসহ যুক্তরাষ্ট্রে বাস করছি। যেহেতু আমি পেশাদার সংগীত পরিচালক, তাই আশীর্বাদ ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের প্রস্তাবে আমি চলচ্চিত্রের সবকটি গান ও আবহ সংগীত পরিচালনা করার জন্য চুক্তিবদ্ধ হই। এসব কিছুই হয়েছে ভার্চুয়ালি। পেশাগত কাজের স্বার্থে টিমের অন্যদের মতো জনাবা জেনিফারের সঙ্গেও আমার এই ছবির কাজ নিয়ে কথা হয়েছে। কিন্তু জীবনে কোনোদিনও তার সঙ্গে আমার দেখা হয়নি।’

সব কিছু বিবেচনা করে ‘আশীর্বাদ’ থেকে ইমন সাহা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্ট্যাটাসে এ প্রসঙ্গে লিখেছেন: ‘এই খবর আমার এবং পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমি সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছি। দেশের চলচ্চিত্রের উন্নতির স্বার্থে নিজ উদ্যোগে দেশের বাইরে ভারতের চেন্নাইতে এ আর রহমান মিউজিক কলেজে এবং সুদূর আমেরিকায় সংগীত নিয়ে পড়াশোনা করেছি এবং এখনও করছি। এ ধরনের মিথ্যা অপপ্রচার আমার, আমার পরিবার, আমার ক্যারিয়ার এবং দেশের চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই ছবির সংগীত পরিচালনার কাজ থেকে আমি অব্যাহতি চাইছি।’

এদিকে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) ইকবালের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন জেনিফার। পরদিন বুধবার রাতে জেনিফারের নামে গুলশান থানায় ডায়েরি করেন ইকবাল। নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন তিনি।

 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়