ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাখের ঘরে শিল্পী আপন

প্রকাশিত: ১৭:০৩, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

কণ্ঠশিল্পী আপন ২০০৬ সালের ১ মে কানাডায় জন্মগ্রহণ করে। সেখানেই পড়াশোনা শুরু, বর্তমানে বাংলাদেশে কানাডিয়ান স্কুলে পড়ছে। এরই মধ্যে প্রায় অর্ধশত গানে কণ্ঠ দিয়েছে। তার নিজের নামে রয়েছে একটি ইউটিউব চ্যানেল।

‘আপন’ নামের চ্যানেলটি সম্প্রতি এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। চ্যানেলটিতে আপনের গাওয়া মৌলিক গান রয়েছে ৪০টি। এর মধ্যে ‘বঙ্গবন্ধু তুমি জাতির পিতা’, ‘এগিয়ে চল বাংলাদেশ’, ‘ও শেখ রাসেল’, ‘আজ আমাদের জাতির পিতার শুভ জন্মদিন’, ‘মাশরাফি তুমি মাশরাফি’, ‘গর্জে উঠো গর্জে উঠো ঢাকা ডাইনামাইট’, ‘মা’ প্রভৃতি। এর মধ্যে ‘মা’ গানটির ভিউ প্রায় ১ কোটি।

আপন বলে, ‘দর্শক শ্রোতাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা নিয়ে আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে চাই।’

আপনের প্রথম অ্যালবাম ‘ছোট্ট আমি হতে পারি’ ২০১৭ সালে সিডি প্লাস থেকে প্রকাশিত হয়। আপনের প্রথম গানটির ভিডিও পরিচালনা করেন বোরহান, দ্বিতীয় গানটি পরিচালনা করেন জাতীয় চলচ্চত্রি পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। ‘বাবা তোমায় মিস করবো’ শিরোনামের গানের কথা লিখেছেন ইলা জাহান নদী। এ গান নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়