ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

একুশে আশা জাগাচ্ছে যে সিনেমা 

প্রকাশিত: ১৭:২৬, ২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩০, ২ জানুয়ারি ২০২১
একুশে আশা জাগাচ্ছে যে সিনেমা 

করোনার কারণে সদ্য বিদায় হওয়া ২০২০ সালে চলচ্চিত্রে নেমে এসেছে ঘোর দুর্দিন। সিনেমা নির্মাণ ও মুক্তির সংখ্যা কমেছে। গত বছর মাত্র ১৬টি সিনেমা মুক্তি পেয়েছে। বলাবাহুল্য এর কোনোটিই হিটের তালিকায় নাম লেখাতে পারেনি। সে হিসেবে চলচ্চিত্রে ভরাডুবির বছর ছিল ২০২০। কিন্তু ২০২১ সালে অর্ধশতাধিক আশা জাগানিয়া সিনেমা রয়েছে। নির্মাণ কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাগুলো।

২০২০ সালে পরিচালক সমিতিতে নতুন ১১০টি সিনেমার নাম নিবন্ধন করা  হয়। এর মধ্যে বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো বিগ বাজেটের তারকাবহুল। ‘বিদ্রোহী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘মিশন এক্সট্রিম’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘শান’, ‘বিক্ষোভ’, ‘কমান্ডো’, ‘জ্বীন’, ‘বান্ধব’, ‘মন দেব মন নেব’, ‘পরাণ’, ‘পাপ–পুণ্য’, ‘ক্যাসিনো’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে ‘স্ফুলিঙ্গ’, ‘১৯৭৫ সেইসব দিন’, ‘আদম’, ‘জ্যাম’, ‘গাঙচিল’, ‘বীরত্ব’, ‘ঢাকা ২০৪০’, ‘গিরগিটি’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’সহ বেশ কিছু সিনেমার শুটিং প্রায় শেষের পথে।

মহামারির কারণে দীর্ঘ সাত মাস দেশের সিনেমা হলগুলো বন্ধ ছিল। এদিকে বছরের শেষে প্রেক্ষাগৃহ খুললেও প্রযোজকগণ করোনা আতঙ্কে বিগ বাজেটেরে সিনেমা মুক্তি দেয়নি। অনেক সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি দেওয়া হয়নি। যে কারণে বছরের শুরুতেই অর্ধ শতাধিক সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। সে হিসেবে ২০২১ চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়ার বছর মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়