ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদেশের মাটিতে মিশার সাদামাটা জন্মদিন

প্রকাশিত: ১৪:২২, ৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:২৫, ৪ জানুয়ারি ২০২১
বিদেশের মাটিতে মিশার সাদামাটা জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে।

সোমবার (৪ জানুয়ারি) শক্তিমান অভিনেতা শাহীন হাসান মিশা ৫৫ বছরে পা রাখলেন। ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বিশেষ এই দিনে কোনোরকম আয়োজন রাখেননি দাপুটে এই অভিনেতা।

পর্দা কাঁপানো এ অভিনেতা বাস্তব জীবনে সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। মিশা সওদাগর বলেন, ‘আমার জন্মদিনে দর্শকদের কাছ থেকে দোয়া ও ভালোবাসা পাচ্ছি। এজন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ।’

মিশা সওদাগর ১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়