ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেতন না পেয়ে বিপাকে এফডিসির কর্মচারীরা

প্রকাশিত: ১৫:২৯, ৪ জানুয়ারি ২০২১  
বেতন না পেয়ে বিপাকে এফডিসির কর্মচারীরা

সিনেমাপ্রেমী সাধারণ মানুষের কাছে এফডিসি মানেই স্বপ্নের একটি জগৎ। তাদের ধারণা, তারকাদের মতো এফডিসির সকল কর্মকর্তা-কর্মচারীর জীবনযাত্রা রুপালি পর্দার মতোই ঝলমলে। ভাবনার আকাশ রঙিন হলেও বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। এই স্বপ্নের এফডিসির কর্মকর্তা-কর্মচারীদের কারো কারো নুন আনতে পান্তা ফুরায়। স্বল্প বেতনে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন তারা।

এরই মধ্যে এফডিসির কর্মকর্তা-কর্মচারীদের গত দুই মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এতে এফডিসির ২৬১ জন কর্মকর্তা-কমর্চারী বিপাকে পড়েছেন।

বেতন না পাওয়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন। এদিকে নিরাপত্তাকর্মীদের ওভারটাইমও বন্ধ আছে দীর্ঘদিন ধরে। এমনটাই জানান, নিরাপত্তাকর্মীদের একজন। এর আগে নিজস্ব আয় কম হওয়ায় মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে বেতন পরিশোধ করতে হয়েছে এফডিসি কর্তৃপক্ষকে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়