ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সম্পাদনার টেবিলে ‘জ্যাম’

প্রকাশিত: ১৭:১১, ৭ জানুয়ারি ২০২১  
সম্পাদনার টেবিলে ‘জ্যাম’

নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। দীর্ঘ দশ বছর পর প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে ‘জ্যাম’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস-পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এ সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন কৃতাঞ্জলি কথাচিত্রের কর্ণধার প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। বিষয়টি উল্লেখ করে শেলী মান্না বলেন, করোনা ও বিভিন্ন কারণে ‘জ্যাম’ সিনেমার কাজ শেষ করতে পারিনি। সিনেমাটির দুটি গান ও একটি সিক্যুয়েন্স ছাড়া বাকি দৃশ্যের কাজ শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। এরই মধ্যে গান ও সিক্যুয়েন্সের কাজ শেষ করব। আশা করছি, আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারব।

‘জ্যাম’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চম্পা, ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, আরিফিন শুভ প্রমুখ। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনা থেকে সিনেমাটির কাহিনি লিখেছেন শেলি মান্না।

প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে সর্বশেষ মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’ সিনেমাটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়