RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১০ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

বাড়ি ভাড়া বাকি, আটকে গেল ‘বাংলার ভাবি’

প্রকাশিত: ১৬:১৪, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ০৬:৩০, ১৪ জানুয়ারি ২০২১
বাড়ি ভাড়া বাকি, আটকে গেল ‘বাংলার ভাবি’

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর আবারো শুটিং হাউজগুলো ব্যস্ত হয়ে পড়েছে। গত ৬ জানুয়ারি হোতাপাড়ার খতিব খামার বাড়িতে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং শুরু হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১টায় সিনেমাটির প্রথম অংশের কাজ শেষ হয়।

গতকাল রাতেই পুরো শুটিং ইউনিট ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু শুটিং বাড়ির ভাড়া না দিতে পারায় আটক রাখে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং ইউনিটকে। এ তথ্য নিশ্চিত করেছেন খতিব খামার বাড়ির ম্যানেজার ফারুক।

ফারুক বলেন, ‘গতকাল রাতেই শুটিং শেষ হয়। তারা একটানা শুটিং করেছেন। এ পর্যন্ত শুটিং হাউজের ভাড়া এসেছে ১ লাখ ১৫ হাজার টাকা। কিন্তু এখনো ভাড়ার এক টাকাও পাইনি। টাকা না দেওয়ায় ইউনিট আটকে রেখেছি।’

ওমর সানি-মৌসুমী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বড়দা মিঠু, মেহেদী, আসমা ঝিলিক, সাগর প্রমুখ। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সায়মন তারিকের। তিনি কাজটি ছেড়ে দেওয়ার পর পরিচালনার দায়িত্ব নেন নূর মোহাম্মদ মনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়