Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৬ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২১ ১৪২৭ ||  ২১ রজব ১৪৪২

১৬ দিন পর দেখা মিললো নুসরাতের স্বামীর 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৪৩, ১৮ জানুয়ারি ২০২১
১৬ দিন পর দেখা মিললো নুসরাতের স্বামীর 

 যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নতুন প্রেমের কারণে নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এই নায়িকার— নতুন বছরের শুরুতেই এই আলোচনা জোরালো হয়।

যশ-নুসরাতের প্রেম নিয়ে সমালোচনার ঝড় বইলেও এ বিষয়ে একটি কথাও বলেননি নিখিল। যদিও নুসরাত-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেন। এরপরই তাদের ঘর ভাঙার খবরে নতুন মাত্রা যোগ হয়। অবাক করা বিষয় হলো—এই পুরোটা সময়ে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি অনুপস্থিত ছিলেন নিখিল। এমনকি সংবাদমাধ্যমেও কথা বলেননি তিনি।

দীর্ঘ ১৬ দিন পর দেখা দিয়েছেন নিখিল। রোববার (১৭ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বন্ধুর সঙ্গে তোলা সেলফির ক্যাপশনে লিখেছেন—‘রক্তের চেয়েও বেশি, নিয়তির চেয়েও গভীর।’

ব্যক্তিগত জীবনের ঝড় এড়িয়ে গেলেও নেটিজেনরা ঠিকই প্রশ্ন ছুঁড়েছেন তার দিকে। তিশা নামে একজন লিখেছেন, ‘তুমি নুসরাতকে আনফলো করলে না?’ আরেকজন লিখেছেন, ‘ডিভোর্স কবে হবে?’

নুসরাতের নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে নুসরাত ও যশকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। বর্তমানে নিখিল-নুসরাত আলাদা বাড়িতে থাকছেন। এ বিষয়ে নুসরাত ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘একান্তই ব্যক্তিগত কারণে আমি আমার বাড়িতে থাকছি। এখানে অন্য  কোনো ব্যেক্তি জড়িয়ে নেই। এর বেশি কিছু বলতে চাই না।’

শান্তা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়