Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৮ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৩ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

এসকে সমীরের ‘একটু অন্যরকম তুই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৮, ১৮ জানুয়ারি ২০২১

মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীরের নতুন গান। ‘একটু অন্যরকম তুই’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাসুম আওয়াল। এর সংগীতায়োজনও করেছেন সমীর।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে সমীরের সঙ্গে মডেল হয়েছেন স্বর্ণালী। এটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ। সম্প্রতি ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

এসকে সমীর বলেন—গীতিকার ও সাংবাদিক মাসুম আওয়াল আমার খুব কাছের একজন ছোট ভাই। মাসুম খুবই গুণী একজন মানুষ। তার এই গানের কথা ও সুরের মধ্যে নতুনত্ব রয়েছে। মাসুম আওয়ালের কাছে প্রথম যেদিন গানটি শুনি, সেদিনই গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয়। তখনই মনস্থির করি গানটি গাওয়ার। অবশেষে মিউজিক ভিডিওসহ গানটি মুক্তি পেল।

গীতিকার মাসুম আওয়াল গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন—অনেক যত্ন করে গানটির কথা ও সুর করেছিলাম। এসকে সমীর ভাই তার ভরাট কণ্ঠে অত্যন্ত সুন্দরভাবে গানটি গেয়েছে। সেই সঙ্গে শ্রোতাদের সামনে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছেন। আশা করছি, আমাদের উদ্দেশ্য সফল হবে, বাংলা গানের দর্শক এটি পছন্দ করবেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়