Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

প্রভাসের পরিবর্তে সুরিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:৪৭, ২২ জানুয়ারি ২০২১
প্রভাসের পরিবর্তে সুরিয়া

জনপ্রিয় তামিল অভিনেতা সুরিয়া। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

এই অভিনেতাকে নিয়ে একটি তেলেগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রযোজক দিল রাজু। এটি পরিচালনা করবেন বোয়াপতি স্রিনু। শুরুতে এই সিনেমায় প্রভাসের অভিনয়ের কথা থাকলেও এখন তার পরিবর্তে অভিনয় করবেন সুরিয়া।

অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুরুতে প্রভাসকে নিতে চেয়েচিলেন পরিচালক। এজন্য বিশেষ অ্যাকশন সিক্যুয়েন্সও ঠিক করেছেন। কিন্তু সিনেমাটির ব্যাপারে বিশেষ আগ্রহ দেখাননি ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। পরবর্তী সময়ে সুরিয়াকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি রাজিও হয়েছেন।

জানা গেছে, তামিল ও তেলেগু দুই ভাষাতেই এই সিনেমা মুক্তি দেওয়া হবে।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। খুব শিগগির ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীল। এছাড়া ওম রাউত পরিচালিত আদি পুরুষ ও নাগ অশ্বিনের একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

অন্যদিকে, গত নভেম্বরে মুক্তি পেয়েছে সুরিয়া অভিনীত ‘সুরারাই পোট্রু’। দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অভিনেতা আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়