ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচনের মাঠে হিরো আলম, তবে…

প্রকাশিত: ১৬:০৫, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৪৩, ২৫ জানুয়ারি ২০২১
নির্বাচনের মাঠে হিরো আলম, তবে…

সব মাধ্যমেই তিনি তুমুল আলোচিত। সমালোচনা তাকে কখনো স্পর্শ করে, কখনো করে না। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও সংবাদ শিরোনামে আসেন তিনি। তিনি হলেন হিরো আলম। এবার আবারো নির্বাচনের মাঠে এই অভিনেতা। তবে নিজে নির্বাচনে লড়ছেন না।

ফেনীর পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচার করছেন হিরো আলম। তরিকুল ইসলাম সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ২৫ জানুয়ারি দুপুরে শহরের এসএসকে সড়কে সিংহ প্রতীকের পক্ষে চালান হিরো আলম। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম নিজেই।  

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছি। তারেক ভাইয়ের প্রতীকও সিংহ। তিনি আমার বন্ধু। ফেনী পৌরসভাবাসী তারেক ভাইয়ের পাশে থাকবেন। আমি তার প্রচারণায় এসে গর্বিত। আমি সিংহ প্রতীকের জন্য ভোট চাইছি।’

সর্বশেষ গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সমালোচনার মুখে পরেন। এর আগে ‘সাহসী হিরো আলম’ নামের সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়