ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভুল করে তোপের মুখে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৪১, ২৬ জানুয়ারি ২০২১
ভুল করে তোপের মুখে প্রসেনজিৎ

ভারতীয় বাংলা চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জি, বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়। বরেণ্য এই অভিনেতা একটি ভুল করে দারুণভাবে তোপের মুখে পড়েছেন। গতকাল (২৫ জানুয়ারি) ছিল মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী। প্রিয় কবিকে ফেসবুকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে পড়েছেন প্রসেনজিৎ।  

মূল ঘটনা হলো—মাইকেল মধুসূদন দত্তের পরিবর্তে প্রসেনজিৎ শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেনে—‘বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরো সমৃদ্ধ—সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।’

পোস্টটি করার অল্প সময়ের মধ্যে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেনই বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেননি। একজন লিখেছেন—‘বুম্বাদা (প্রসেনজিৎ) জীবনে অনেক ভুল করেছেন। এটা তো সামান্য ভুল, তাই গ্রহণযোগ্য।’ এমন অসংখ্য মন্তব্য জমতে থাকে। এরপর দ্রুত পোস্টটি মুছে ফেলেন প্রসেনজিৎ। ছবি পরিবর্তন করে পুনরায় পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এতে তিনি লিখেন—‘আগের পোস্টের ভুলের জন্য ডিজিটাল টিম অত্যন্ত ক্ষমাপ্রার্থী।’

প্রসেনজিতের ক্ষমা প্রার্থনাও সহজভাবে নেননি অনেক নেটিজেন। বরং তাদের কেউ কেউ বলছেন, ‘এখন তো অন্যের ওপর দোষ দেবেনই!’ আবার ক্ষমাপ্রার্থনা ইংরেজি ভাষায় করার কারণে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন—‘ভুল সংশোধনের বিষয়টি ইংরেজিতে কেন? মাইকেল মধুসূদনের ছবি পোস্ট করছে এমন লোক যে বাংলায় একটি ভুল সংশোধনের বিবৃতি লিখতেও জানে না।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়