Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৪ জুন ২০২১ ||  আষাঢ় ১০ ১৪২৮ ||  ১২ জিলক্বদ ১৪৪২

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩১, ২৯ জানুয়ারি ২০২১
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পলিটিক্যাল-ড্রামা ঘরানার। কঙ্গনা ছাড়াও এতে বলিউডের অনেক নামি তারকাদের দেখা যাবে। তবে এটি কোনো বায়োপিক নয়।

এক বিবৃতিতে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। বর্তমান ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে এই সিনেমার গল্প।’

সিনেমার চিত্রনাট্য লিখছেন সাই কবির। এর আগে কঙ্গনার সঙ্গে ‘রিভলবার রানি’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। সিনেমায় সঞ্জয় গান্ধী, মোরানি দেশাই এবং লাল বাহাদুর শাস্ত্রী চরিত্রে অনেক নামি অভিনেতাকে দেখা যাবে।

‘ধাকড়’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে ভারতের ভোপালে আছেন কঙ্গনা। ক্রিনপ্লে প্রস্তুতির জন্য সেখানে গেছেন নির্মাতা।

কিছুদিন আগে ‘থালাইভি’ সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এতে প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘ধাকড়’ ছাড়াও ‘তেজাস’ ও ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়