Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৯ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৬ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

 প্রিয় অভিনেতার সাক্ষাৎ পেতে ২০০ কি.মি. হাঁটলেন ভক্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:০৯, ৩১ জানুয়ারি ২০২১
 প্রিয় অভিনেতার সাক্ষাৎ পেতে ২০০ কি.মি. হাঁটলেন ভক্ত

তেলেগু সিনেমার অন্যতম সফল অভিনেতা বরুণ তেজ। পর্দায় তার চরিত্র ফুটিয়ে তুলতে সবরকম চেষ্টা করেন তিনি। অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার অনেক ভক্তও রয়েছে।

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ থাকে না। সম্প্রতি এমনই এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরুণ তেজ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি জানিয়েছেন বরুণের মুখপাত্র। ভক্তের সঙ্গে এই অভিনেতার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিকানুরু থেকে হায়দরাবাদ ২০০ কি.মি. হেঁটে মেগা প্রিন্স বরুণ তেজের সঙ্গে দেখা করেছেন তার সুপার ফ্যান। ভক্ত বালুর সঙ্গে অনেক্ষণ গল্প করেছেন তিনি। গত তিন বছর ধরে চেষ্টার পর তার হিরোর সাক্ষাৎ পেয়ে ভীষণ খুশি এই ভক্ত। অবশেষে তার স্বপ্ন সত্যি হলো।’

স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঘানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বরুণ তেজ। এতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরুর আগ থেকেই চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। আগামী ৩০ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এছাড়া খুব শিগগির ‘এফ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ সিনেমার শুটিং শুরু করবেন বরুণ তেজ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়