ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তুমি এসেছিলে পরশু…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২১  
তুমি এসেছিলে পরশু…

তিথি প্রতিদিন সজীবকে খেয়াল করে তার বাড়ির ছাদ থেকে অফিস যাওয়ার সময়ে। একদিন সজীব আসেনি তাই তিথি অস্থির হয়ে যায়। এক সকালে হঠাৎ কলিং বেল বেজে উঠলে তিথি দরজা খুলে দেখে সজিব দাঁড়িয়ে। সজিবকে দেখে তিথি নার্ভাস হয়ে যায়। তিথি ও তার মা বাসায় থাকে, বাবা বিদেশ। তিথি সেদিন সজিবকে নিয়ে বেরাতে বের হয়।

প্রথমদিনের দেখায় একজন মেয়ে একজন অপরিচিত মানুষের সঙ্গে বের হয়ে যায়, যা সজিবের অবাক লাগে। এই রহস্যের সমাধান হয় যখন সজিব তিথির মায়ের সঙ্গে কথা বলে। জানতে পারে, তিথির জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। তিথিকে নিয়ে সজিব অন্যকিছু ভেবেছিল, যা সজিবকে দগ্ধ করে। কিন্তু তিথির প্রতি সজিবের কেমন যেন একটা ভালোবাসা জন্মাতে থাকে।

এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘তুমি এসেছিলে পরশু’ নামে একক নাটকের কাহিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে তিথি ও সজিব চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবাহ ও সৈয়দ জামান শাওন। অন্যান্য চরিত্রে দেখা যাবে শিল্পী সরকার অপু, জুনায়েদ, আহসান হাবিব অংকন, ইমরান ইমু, নবীন হাসানকে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়