Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

গঙ্গাতীরে সৃজিত-মিথিলার রোমান্স

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
গঙ্গাতীরে সৃজিত-মিথিলার রোমান্স

ছবি: মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবেসে বিয়ে করেছেন তারা। বিয়ের পর নানা কারণে খবরে বহুল আলোচিত এই জুটি।

সম্প্রতি স্বামী সৃজিতকে নিয়ে গঙ্গাতীরে ঘুরতে গিয়েছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন সৃজিতপত্নী। ছবিতে তাদের নানাভাবে রোমান্স করতে দেখা গেছে। এই জুটির ছবিগুলো তুলেছেন অভিরূপ গুহ রায়।

এদিকে গঙ্গাতীরে সৃজিত-মিথিলার অবকাশ যাপনের এই ছবিগুলোর মধ্যে সোমবার (৮ ফেব্রুয়ারি) বেশকিছু ছবি পোস্ট করেন মিথিলা। এর ক্যাপশনে লেখেন, ‘গঙ্গা কিনারে।’ বাকি ছবি মঙ্গলবার পোস্ট করে তিনি লেখেন, ‘গঙ্গা ও হাওরা ব্রিজ ভ্রমণের আরো কিছু ছবি।’

সিনেমার কাজ নিয়ে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন সৃজিত। এছাড়া করোনা মহামারির কারণে এই জুটির একজন ছিলেন কলকাতায়, অন্যজন ঢাকায়। তবে লকডাউন শিথিল হলেই কলকাতায় ছুটে যান মিথিলা। এরপর থেকে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে এই জুটিকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়