Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

আবারো একসঙ্গে নুসরাত-যশ, প্রেমের গুঞ্জন তুঙ্গে (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২১
আবারো একসঙ্গে নুসরাত-যশ, প্রেমের গুঞ্জন তুঙ্গে (ভিডিও)

চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠে, সংসার ভাঙছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনর। শুধু তাই নয়, টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন চলছে। এই চর্চা নতুন করে উসকে দিলেন যশ-নুসরাত।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে নুসরাত অভিনীত ‘ডিকশনারি’ সিনেমাটি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কলকাতার মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ সিনেমার প্রিমিয়ার। সেখানে যশের ‘হাত ধরে’ হাজির হন নুসরাত জাহান।

সিনেমার সঙ্গে যশের কোনো সম্পর্ক নেই। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমায় নুসরাতের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় আর প্রেমিকের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়। এদিন শুধু নুসরাতের সাপোর্টেই হাজির হয়েছিলেন যশ। তারপর পর থেকে এ জুটির প্রেমের সম্পর্কের পালে নতুন করে হাওয়া লেগেছে।

প্রিমিয়ার অনুষ্ঠানে লাল রঙের স্লিট গাউনে হাজির হন নুসরাত। আর যশের পরনে ছিল ডেনিম শার্ট ও জিনস। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকানির মাঝেই দ্রুত হেঁটে থিয়েটারে ঢোকে যান যশ-নুসরাত।

View this post on Instagram

A post shared by (@yash__zone)

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়