Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

আমিরের ড্রিম প্রজেক্ট থেকে কেন সরে গেলেন বিজয়?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১
আমিরের ড্রিম প্রজেক্ট থেকে কেন সরে গেলেন বিজয়?

বলিউড সুপারস্টার আমির খান। ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমা হলিউডের ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক।

আমিরের অন্য সিনেমাগুলোর চেয়ে এটি একটু ভিন্ন। কারণ সিনেমাটি তার ড্রিম প্রজেক্ট। দীর্ঘদিন ধরে এটি নির্মাণের চেষ্টা করছিলেন তিনি।

‘লাল সিং চাড্ডা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতিকে প্রস্তাব দেওয়া হয়। শুরুতে এটিতে অভিনয়ের সম্মতি দিলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেতা।

বিজয় সেতুপাতি বলেন, ‘প্রথমত, অভিনেতা আমির স্যারের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তার চরিত্র বাছাইয়ের বিষয়টি সবসময়ই আমাকে ভিন্ন কিছু করার অনু্প্রেরণা দেয়। যখন লাল সিং চাড্ডা সিনেমার কারণে তার সঙ্গে আমার সরাসরি কথা হয়, তখন তার মানবিক দিক ও সিনেমা সম্পর্কে জ্ঞান দেখে মুগ্ধ হয়েছি। তার সঙ্গে থাকা মানে অভিজ্ঞতা অর্জন।’

বিজয়কে সিনেমার চিত্রনাট্য শোনানোর জন্য আমির নিজে তামিলনাড়ুতে গিয়েছিলেন। ‘বিক্রম বেদা’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘আমির স্যার ব্যক্তিগতভাবে আমাকে চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি তামিলনাড়ুতে আসেন, আমি তখন শুটিং করছিলাম, তিনি গল্প শুনিয়েছেন। কোনো কারণে পরিচালক আদভাইত চন্দন আসতে পারেননি। আমির স্যার একা এসেছেন। রাতে থেকে সকালে চলে গেছেন। এত বড় তারকা কিন্তু তার কোনো অহংকার নেই। তিনি অনেক চমৎকারভাবে গল্প বলেন। তিনি যেভাবে সিনেমার গল্প বলেছেন এক কথায় সেটি অসাধারণ। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়েছি।’

তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করা হচ্ছে না বিজয়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোভিডের কারণে সব পরিকল্পনা ওলটপালট হয়ে গেছে। লকডাউনের পর আমার পাঁচটি তেলেগু সিনেমা বিভিন্ন অবস্থায় ছিল, যেগুলো শেষ করতে হবে। লাল সিং চাড্ডা সিনেমার জন্য শিডিউল মেলাতে পারিনি।’

‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। চলতি বছর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়