Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

অ্যাকশন মুডে নাগার্জুনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২১
অ্যাকশন মুডে নাগার্জুনা

তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা। এখন অ্যাকশন মুডে রয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি তার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন নাগার্জুনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমা পরিচালনা করছেন প্রবীণ সাত্তারু। তিনি তেলেগু ইন্ডাস্ট্রির অনেক নামি পরিচালক। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আমরা হায়দরাবাদ, লন্ডন, গোয়া এবং উটিতে শুটিং করব। এটি সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা।’

ফ্যামিলি-ড্রামা বাদ দিয়ে এখন অ্যাকশন সিনেমাতেই বেশি আগ্রহী নাগার্জুনা। তিনি বলেন, ‘আমি এখন অ্যাকশন মুডে রয়েছি। ফ্যামিলি ড্রামা, লাভ স্টোরি, বায়োপিক অনেক করেছি। দর্শকরা পর্দায় অ্যাকশন দেখতে চায়। আমি মনে করি, আমি এর জন্য উপযুক্ত। এখনই আমাকে সবচেয়ে ফিট মনে হয়। তাই আমার পরবর্তী সিনেমাগুলো অ্যাকশন নির্ভর হবে।'

নাগার্জুনার পরবর্তী সিনেমা ‘ওয়াইল্ড ডগ’। এই সিনেমাটিও অ্যাকশন ঘরানার। গত বছর মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে সম্ভব হয়নি। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করছেন— নাগার্জুনা, দিয়া মির্জা, অতুল কুলকার্নি, আলী রেজা প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়