ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মনস্তাত্বিক টানাপোড়েনের গল্পে মম-মিলন

প্রকাশিত: ১৫:২৯, ৩ মার্চ ২০২১  
মনস্তাত্বিক টানাপোড়েনের গল্পে মম-মিলন

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। মিলন ও মম নামেই অধিক পরিচিত তারা। দুনজনই নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। দুজনের নামের অদ্যাক্ষরও ‘ম’। এই দুই শিল্পীকে এবার দেখা যাবে মনস্তাত্বিক টানাপোড়েনের গল্পে।

পরিচালক সজিব চিশতি নির্মাণ করেছেন একক নাটক ‘আরাধ্য’। এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। এ নাটকে দেখা যাবে তাদের।

নাটকের গল্প গড়ে উঠেছে জারা-দীপু দম্পতিকে ঘিরে। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে। একদিন জারা জানায়, সে মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। তবে পর মুহূর্তেই তার পৃথিবী ওলট পালট হয়ে যায়।

এস এইস ভিশন প্রযোজিত ‘আরাধ্য’ নাটকটি বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়