Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

মডেলদের উত্ত্যক্ত করতে গিয়ে দৌড়ে পালালো বখাটেরা (ভিডিও)

প্রকাশিত: ১৭:১১, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৯:৫৬, ৩ মার্চ ২০২১

নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক এই সমুদ্র সৈকতে প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে যান। কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন দেশের কয়েকজন মডেল, কোরিওগ্রাফার ও ফটোগ্রাফার। এই তালিকায় রয়েছেন— কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল আঁখি আফরোজ, লিনডা, তৃণ, নিহাফ, নিবির, ইমরান, ফটোগ্রাফার দ্বীপ ও মেকওভার অর্ক।

মূলত কক্সবাজারের বিচ ও এর আশেপাশের লোকেশনে ফ্যাশন হাউজ রেঞ্জের ফটোশুট করতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে মডেলদের উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। রাইজিংবিডির কাছে এমন অভিযোগ করেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা।

ঘটনার বর্ণনা দিয়ে গৌতম সাহা বলেন, ‘কক্সবাজারে যাওয়ার পর থেকেই কয়েকজন ছেলে আমাদের সঙ্গে থাকা মডেলদের পিছু নেয়। প্রথমে বিষয়টি মাথায় নিইনি। ভেবেছিলাম এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যেখানে যাই, সেখানেই ওদের দেখি। এমনকী ওদের বিভিন্নরকম মন্তব্য করতে শুনি। শুধু তাই নয়, হোটেলের সামনে এসেও দাঁড়িয়ে থাকে ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।’

উত্ত্যক্তকারীরা নিজেদের পুলিশের লোক বলেও পরিচয় দেয়। বিষয়টি উল্লেখ করে গৌতম সাহা বলেন, ‘একদিন হোটেলের সামনে দাঁড়িয়ে ওই ছেলেরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। তখন তাদেরকে বলি, আমরা ৯৯৯ নাম্বারে ফোন করেছি, পুলিশ আসতেছে। এখন আপনাদের কার্ড বের করেন। এরপরই পিছু হাটতে শুরু করে। এক পর্যায় দৌড়ে পালায় ওই বখাটেরা। পর্যটন এলাকায় এমন বিড়ম্বনায় পড়তে হলে খুবই সমস্যা।’

গৌতম সাহার কোরিওগ্রাফিতে রেঞ্জের এই ফটোশুট করেছেন দ্বীপ। শুটিং শেষ করে মঙ্গলবার (২ মার্চ) ঢাকায় ফিরেছেন পুরো টিম। 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়