ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্চে মুক্তি প্রতীক্ষিত বলিউড সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৮, ৪ মার্চ ২০২১
মার্চে মুক্তি প্রতীক্ষিত বলিউড সিনেমা

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতে আবার প্রেক্ষাগৃহের দরজা খুলেছে। বলিউড নির্মাতারাও নতুন করে আবার বড় পর্দায় সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে কিছু সিনেমা।

চলতি মাসে মুক্তির তালিকায় বেশ কয়েকটি বলিউড সিনেমা রয়েছে। চলুন দেখে নিই এর তালিকা।

রুহি: হার্দিক মেহতা পরিচালিত সিনেমা ‘রুহি’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও ও জানভি কাপুর। গত বছর জুনে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। ১১ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

টাইম টু ড্যান্স: জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের প্রথম বলিউড সিনেমা এটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুরাজ পাঞ্চোলি। স্ট্যানলি ডিকস্টা পরিচালিত এই সিনেমা ১২ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই সিনেমা প্রযোজনা করছেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজার স্ত্রী লিজেল ডিসুজা।

ফৌজি কলিং: এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শারমান জোশি। ২০১৯ সালের পুলওয়ামা আক্রমণের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এটি পরিচালনা করছেন আরিয়ান সাক্সেনা। ১২ মার্চ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন— রনঝা বিক্রম সিং, বিদিতা বাগ, মাহি সোনি, মুগ্ধা গোডসে, জারিনা ওয়াহাব প্রমুখ।

সন্দীপ অউর পিংকি ফারার: অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত সিনেমা ‘সন্দীপ অউর পিংকি ফারার’। গত বছর মার্চে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি।

মুম্বাই সাগা: একঝাঁক তারকা নিয়ে সঞ্জয় গুপ্তা নির্মাণ করেছেন ‘মুম্বাই সাগা’। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে এই সিনেমার গল্প। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— জন আব্রাহাম, ইমরান হাশমি, কাজল আগরওয়াল, সুনীল শেঠি, গুলশান গ্রোভার প্রমুখ। ১৯ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

ফ্লাইট: ক্রেজি বয় এন্টারটেইনমেন্টের সিনেমা ‘ফ্লাইট’। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে সুরাজ জোশির অভিষেক হচ্ছে। মুহিত চাড্ডা, পবন মালহোত্রা, জাকির হুসাইন, শিবানি বেদি অভিনীত সিনেমাটিও ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পাগলাইট: উমেশ বিস্ট পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ২৬ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন— শ্রুতি শর্মা, আশুতোষ রানা, রঘুবীর যাদব প্রমুখ।

সাইনা: ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের জীবনী নিয়ে সিনেমা ‘সাইনা’। এতে এই তারকার চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। অমল গুপ্তা পরিচালিত এই সিনেমা আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়