ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বঙ্গবন্ধুর দিকনির্দেশনা ৭ মার্চ ভাষণেই ছিল’ 

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৭ মার্চ ২০২১  
‘বঙ্গবন্ধুর দিকনির্দেশনা ৭ মার্চ ভাষণেই ছিল’ 

রাইসুল ইসলাম আসাদ

যুগে যুগে বিশ্বের নিপীড়িত মানুষের ত্রাণকর্তা হয়ে এসেছেন কিছু মানুষ। যারা রাজনৈতিকভাবে পথ দেখিয়েছেন। সামনে থেকে অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। তাদের নির্দেশেই রচিত হয়েছে পৃথিবীর ইতিহাস। তেমনই একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের বিশাল জনসভায় বঙ্গবন্ধু কালজয়ী একটি ভাষণ দিয়েছেন। বাঙালি জাতির ভাগ্য বদলে এই ভাষণটিকে অন্যতম অনুষঙ্গ বলে মনে করা হয়। ভাষণটি এখন ‘মেমোরি অব দি ওয়ার্ল্ড’ বা বৈশ্বিক স্মৃতির অন্যতম দলিল। সেদিনের সেই মাহেন্দ্রক্ষণে রেসকোর্স ময়দানে ছিলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। 

অগ্নিঝরা ৭ মার্চের ভাষণের তাৎপর্য উল্লেখ করে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘গাছের ডালে বসে সেই ভাষণ আমি শুনিনি, দেখিনি। বরং সম্মুখ সারিতেই সেদিন আমি ছিলাম। সেই ভাষণ এখনও সমান প্রেরণার এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ। ভাষণটি শোনার পর কী যে অনুভূতি হয় তা ব্যাখ্যাতীত! আসলে এরপর আর স্বাধীনতার ডাক দেওয়ার প্রয়োজন পড়েনি। কেননা সবকিছু সেদিন বঙ্গবন্ধু ভাষণের মধ্যেই বলে দিয়েছিলেন। তাঁর স্পষ্ট দিক নির্দেশনা সেখানে ছিল।’ 

ঊনসত্তরের ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন রাইসুল ইসলাম আসাদ। স্মরণ করে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ছাত্র-আন্দোলন, গণ-আন্দোলনে রূপ নেয়। আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধু বেরিয়ে আসেন। তারপর নির্বাচন ঘোষণা করা হলো। এলো অগ্নিঝরা ৭ মার্চ। এরপর ২৫ মার্চের কালরাত পেরিয়ে শুরু হলো মুক্তিযুদ্ধ। এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী আমি। এর ব্যতিক্রম হওয়ার উপায়ও ছিল না। কেননা আমার ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা।’  

তবে শুধু ৭ মার্চের ভাষণ বাংলার মানুষকে যুদ্ধে নিয়ে যায়নি বলে মনে করেন রাইসুল ইসলাম আসাদ। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অনেকে বলেন, ৭ মার্চের ভাষণ মানুষকে যুদ্ধে নিয়ে গেছে- একথা শুনে আমার অবাক লাগে! আসলে তা নয়। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়টি ধরলে ফিরে যেতে হবে ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে। দেশভাগের পর প্রশ্ন উঠল- আমাদের ভাষা কী হবে? তারপর ধীরে ধীরে বোঝা গেল, যে কারণে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হলাম, সেই স্বপ্ন পূরণ হয়নি। মূলত এখান থেকেই শুরু।’   


 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়