ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিটি দিনই নারী-পুরুষের: টয়া

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৮ মার্চ ২০২১   আপডেট: ১৬:৫৪, ৮ মার্চ ২০২১
প্রতিটি দিনই নারী-পুরুষের: টয়া

মুমতাহিনা চৌধুরী টয়া

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাস। ১৯১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত দ্বিতীয় নারী সম্মেলনে ১৭টি দেশের ১০০জন নারী প্রতিনিধি অংশ নেন। এতে সিদ্ধান্ত হয় ১৯১১ সালের ৮ মার্চ নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। সারা বিশ্বে এটি এখন পালিত হয়ে থাকে।

বিশেষ এই দিন উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এ সময় নারী দিবস নিয়ে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। দিনটি উদযাপনের পক্ষে নন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন—‘নারীদের উৎসাহিত করা ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য নারী দিবস পালিত হয়ে থাকে। কিন্তু আলাদা করে একটি দিবস পালন করতে হবে এমনটা আমি ফিল করি না। আমরা নারী-পুরুষের সমান অধিকার চাই, তাহলে আলাদা করে কেন নারী দিবস পালন করতে হবে?’

মুমতাহিনা চৌধুরী টয়া মনে করেন প্রতিটি দিনই নারীর। এ অভিনেত্রী বলেন—‘আমি বিশ্বাস করি, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয়। প্রতিটি দিনই তো নারীর, প্রতিটি দিনই পুরুষের। একটি দিনে নারীকে যদি এক্সট্রিম করে দেখাই, তাহলে ৩৬৫ দিন ওইভাবে ভাবি না কেন? ৩৬৫ দিনই যদি নারীকে তার যোগ্য সম্মান, যোগ্য স্থানটা দিই তাহলেই তো হয়! একইভাবে ৩৬৫ দিনই পুরুষকে তার যোগ্য সম্মান, যোগ্য স্থান দেওয়া প্রয়োজন। তাহলে সুন্দর একটি পৃথিবী তৈরি হবে।’

বর্তমানে শোবিজ অঙ্গনে অনেক নারী কাজ করছেন। মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২১ সালে মিডিয়াতে নারীরা কতটা স্বাধীন ও নিরাপদ? জবাবে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, ‘যার যার অবস্থান থেকে সবাই ভালোভাবে কাজ করতে পারছেন। যে যেভাবে চাচ্ছেন, সে সেভাবে কাজ করছেন। এখানে সবারই স্বাধীনতা রয়েছে। অনেক সময় কাজের দিক থেকে কিছু সামাজিক দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা থাকে। এসব মিলিয়ে সবাই কাজ করে যাচ্ছেন।’

নারী শিল্পীদের একটি বড় সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। আর তাহলো—পরিবার সামলে তাদের কাজ করা। মুমতাহিনা চৌধুরী টয়া মনে করেন, এই জায়গায় নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন টয়া। পরে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর নাম লেখান অভিনয়ে। শোবিজে পা রাখার এক দশক পেরিয়ে গেছে তার। এই মাধ্যমে কাজ করতে গিয়ে নারী হিসেবে সংকটের মুখে পড়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, ‘একজন নারী হিসেবে মিডিয়াতে কখনো কোনো সংকট ফেস করিনি। হয়তো একজন আর্টিস্ট হিসেবে ফেস করেছি। আমি জানি আমার অবস্থান কোথায়, আমি কী করতে পারি আর পারি না। নিজের উপর যথেষ্ট আস্থা রয়েছে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়