ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দীঘির বিরুদ্ধে মামলার হুমকি

প্রকাশিত: ১৬:৪১, ৯ মার্চ ২০২১   আপডেট: ১৯:১১, ৯ মার্চ ২০২১
দীঘির বিরুদ্ধে মামলার হুমকি

শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি এখন আর শিশু নেই। নায়িকা হয়ে পর্দায় আসছেন। এরই মধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন। নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখার পর থেকেই একটার পর একটা বির্তকে জড়াচ্ছেন তিনি। যেন শনিরদশা তার কাটছেই না। এবার তার বিরুদ্ধে মামলা করা হুমকি দিলেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। 

দেলোয়ার জাহান ঝন্টু এক সাক্ষাৎকারে মামলার হুমকি দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজকে-কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর (দীঘি) কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।’

দেলোয়ার জাহান ঝন্টু দীঘিকে নিয়ে নির্মাণ করেছেন ‘তুমি আছো তুমি সেই’ নামের সিনেমা। সিনেমাটি আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার ও পোস্টার প্রকাশ করা হয়। এরপর নেটদুনিয়ায় পোস্টার ও ট্রেইলার নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েন দীঘি ও নির্মাতা। আর এর জন্য নির্মাতাকে দায়ী করেন দীঘি। 

গত ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এ সময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকে দেখা গেছে। ঝন্টুর অভিযোগ, নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। তার কথায় দর্শক বিমুখ হবে। সিনেমাটি চলবে না। দীঘির জন্য এক কোটি টাকা ক্ষতি হবে ঝন্টুর।

দীঘির বিরুদ্ধে মানহানি মামলা হবে উল্লেখ করে ঝন্টু ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।’

গুণী এই নির্মাতা আরো বলেন, ‘আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।’

এদিকে এ বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেনি দীঘি। দীর্ঘ আট বছর পর নায়িকা হিসেবে পর্দায় ফিরছেন। শুরুটা বেশ ভালো হলেও কয়েকদিন না যেতেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমা থেকে বাদ পড়েন তিনি। অন্যদিকে অনন্ত জলিল তার সিনেমায় দিঘীকে নিতে চেয়েও শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেন।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়