ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দেখেন, আমরার শিল্পীরা কত কষ্টে আছি’ (ভিডিও)

প্রকাশিত: ১৮:১৭, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৮:৩৯, ১৫ মার্চ ২০২১

লোকগানের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুখে জর্জরিত। অভাব-অনটনে দিন কাটছে তার। তাকে দেখার জন্য ছুটে গিয়েছিলেন আরেক লোকশিল্পী কুদ্দুস বয়াতি।

কাঙ্গালিনীর সঙ্গে কাটানো পুরো সময় ক্যামেরাবন্দি করেন কুদ্দুস বয়াতি। যা তার ফেসবুকে প্রকাশ করেছেন। এতে দেখা যায়, সরু রাস্তা দিয়ে দেয়াল ঘেষে কাঙ্গালিনীর বাড়িতে ঢুকছেন কুদ্দুস বয়াতি। তাকে দেখে কাঙ্গালিনি সুফিয়া বলেন, ‘এতদিন পরে মনে পড়লো? আমি অসুস্থ আছিলাম। বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা হইলাম। এহনো অসুস্থ্যই আছি। ওষুধ নাই। সব ফুরাই গেছে।’

করোনা সংকটের কারণে সংগীতশিল্পীরা ভালো নেই। বিষয়টি স্মরণ করে এ ভিডিওতে কুদ্দুস বয়াতি বলেন, ‘আমাদের শিল্পীরা করোনায় পইড়া এখন আর পেটে ভাত নাই। আপনারা দেখেন, আমরার শিল্পীরা কত কষ্টে আছি, কত অসুবিধায় আছি।’

এক পর্যায়ে সুফিয়ার মেয়েকে কুদ্দুস বয়াতি প্রশ্ন করেন—মাকে নিয়ে কীভাবে আছো? জবাবে কাঙ্গালিনীর মেয়ে পুষ্প বলেন, ‘খুব কষ্টে আছি, কয়েকদিন আগে মা অসুস্থ হয়ে গেছিলো। হাসপাতালে ভর্তি করে রাখার মতো টাকা আমার কাছে নাই। যেখানেই যাই টাকা লাগে। টাকা যখন নাই তখন আর কি করার রোগী বাড়িত নিয়ে যাই। পরে আমি রোগী বাড়িত নিয়ে আইছি। আইস্যা (এসে) একজনের কাছ থেকে টাকা কর্জ (ঋণ) করে ওষুধ কিনছি।’ 

কাঙ্গালিনী সুফিয়া গানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়