ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৭ বছর পর সেন্সরে মৌসুমীর সিনেমা

প্রকাশিত: ১৭:৫৪, ২১ মার্চ ২০২১   আপডেট: ০৯:৪৪, ২২ মার্চ ২০২১
৭ বছর পর সেন্সরে মৌসুমীর সিনেমা

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ নির্বাচিত হওয়ার পরই ‘না মানুষ’ চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী হামিদ। এটি তার প্রথম চলচ্চিত্র।

২০১১-১২ অর্থ বছরে সরকারি অনুদানের ‘হাডসনের বন্দুক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এতদিন পরেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। নানা জটিলতা কাটিয়ে প্রায় ৭ বছর পর সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একটি সূত্র।

‘হাডসনের বন্দুক’ পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়