Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

অবশেষে প্রভাসের সীতাকে পাওয়া গেলো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১৪:১২, ২৪ মার্চ ২০২১
অবশেষে প্রভাসের সীতাকে পাওয়া গেলো

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস।

বহুল আলোচিত এ সিনেমায় প্রভাসের নায়িকা অর্থাৎ সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, এই চরিত্রে আনুশকা শর্মাকে দেখা যাবে। পরবর্তী সময়ে কিয়ারা আদাভানি, কীর্তি সুরেশ ও কৃতি স‌্যাননের নামও চাউর হয়। অবশেষে কৃতি স‌্যানন জানালেন, সীতা চরিত্রে তিনি অভিনয় করছেন। মিডডে এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ‌্যমটিকে কৃতি স‌্যানন বলেন, ‘এই ধরণের আইকনিক একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি অভিভূত ও কৃতজ্ঞ। চরিত্রটি নিয়ে চাপ অনুভব করছি। কারণ আমরা এমন কিছু করতে চাই না, যে অংশটি সত‌্য নয়। এই চরিত্রের সঙ্গে মানুষের অনুভূতি যুক্ত।’

রামায়ণ অবলম্বনে তিন ভাগে সিনেমাটি নির্মাণ হবে। বিষয়টি স্মরণ করে কৃতি স‌্যানন বলেন, ‘আপনি এমন একটি গল্প বলছেন, যা বর্তমান সময়ের নয়। স্বাভাবিক কারণে আপনাকে শরীরি ভাষা ও কথোপকথনের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রথমবার এত বড় পরিসরের কোনো সিনেমায় কাজ করছি।’
 
প্রভাসের সঙ্গে প্রথম কাজ করছেন কৃতি। এই তারকা অভিনেতার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে কৃতি বলেন, ‘প্রথম দেখা হওয়ার পর ভেবেছিলাম প্রভাস লাজুক প্রকৃতির। কিন্তু কথা শুরুর পর দেখি তা চলতেই থাকে। প্রভাস ভোজন রসিক মানুষ। তিনি তার সহশিল্পীকে খাওয়াতে ভালোবাসেন।’

এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে এতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওম রাউত। রাবণের চরিত্র রূপায়ন করবেন সাইফ। ‘আদিপুরুষ’ প্রযোজনা করছে টি-সিরিজ। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়