ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘প্রযোজক সমিতিও নেই, ১৮ সংগঠনও নেই’

প্রকাশিত: ১৭:১০, ২৯ মার্চ ২০২১  
‘প্রযোজক সমিতিও নেই, ১৮ সংগঠনও নেই’

চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় দেশীয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন একসঙ্গে ‘১৮ সংগঠন’ শিরোনামে সংগঠিত হয়। সর্বশেষ তারা চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণা করে। ১৮ সংগঠনের নেতৃত্বে শুরুতে ছিল প্রযোজক সমিতি। মিশাকে অবাঞ্ছিত ঘোষণার কিছুদিন পরই প্রযোজক সমিতির দায়িত্ব নেয় প্রশাসক।

এদিকে মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণার পর থেকে তাকে নতুন সিনেমায় দেখা যায়নি। মিশার বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রযোজক ইকবাল। তিনি প্রযোজক সমিতির প্রথম সারির নেতা। এবার সেই ইকবালই মিশাকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ইকবাল সংক্ষিপ্ত উত্তর দেন। বলেন, ‘প্রযোজক সমিতিও নেই, ১৮ সংগঠনও নেই।’

মিশা সওদাগর কয়েকদিন আগে ‘রিভেঞ্জ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ইকবাল প্রযোজিত এই সিনেমার শুটিং আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বলে প্রযোজক সূত্রে জানা গেছে।  


 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়