ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাতির পিতাকে নিয়ে গাইলেন জুঁই (ভিডিও)

প্রকাশিত: ১৬:৫০, ৩০ মার্চ ২০২১  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেশকিছু গান ও নাটক নির্মিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইসরাত জাহান জু্ঁই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তি পেয়েছে গানটি।

‘শেখ মুজিবের সোনার বাংলা’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবু সায়েম চৌধুরী। নজরুল রাজের প্রযোজনায় এর সুর করেছেন শফিক তুহিন ও মিউজিক করেছেন রাজন শেখ।

নিয়মিত ফোক গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়ে যাচ্ছেন জুঁই। নরসিংদী বারৈচা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় সংগীত কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি। নিয়মিত গানও করছেন।

চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন জুঁই। শাকিব খান-বুবলী অভিনীত ‘শুটার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘মাতাল’, ‘অবতার’সহ বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেন এই শিল্পী।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়